বালিয়ায় ওয়ার্ড যুবলীগের সম্মেলন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনু।
ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. মনির তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন জমাদারের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. তাজুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল্ল্যাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়াজী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. মনজিল হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. কবির ওসমানি, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. সেলিম তালুকদার, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রাসেল আখন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগ নেতা অ্যাড. কবির চৌধুরী, মো. আজমীর হোসেন, ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোক্তার গাজী, যুবলীগ নেতা মো. হানিফ তালুকদার, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল মিজি, ইউনিয়ন যুব মহিলা লীগের সম্পাদিকা লিজা আক্তার প্রমুখ।

৩০ সেপ্টেম্বর, ২০১৯।