বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ


আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মালেক বেপারী।
তিনি তার বক্তব্যে বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে মায়েদের ভূমিকা সবচাইতে বেশি। মায়েরাই পারে সন্তানদের মানুষ করতে। আপনাদের প্রতি আমার অনুরোধ বাড়ি, গাড়ি, দালানকোঠা করতে যে অর্থ ব্যয় হয় সে অর্থ দিয়ে এখন সন্তানদের পড়ালেখার খরচ চালিয়ে যাবেন। এ সন্তানই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের যে কোন ভালো জায়গায় চাকরিতে যোগদান করলে ঐ সন্তানই আপনাদের অর্থ হয়ে দাঁড়বে। পরিশ্রম কখনও বিফলে যায় না। জঙ্গিবাদ ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে বাবা-মাকে সতর্ক থাকতে হবে।
বিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ওমর ফারুক তালুকদার, দাতা সদস্য জিএম জহিরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি রেহান বেগমসহ সব শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে গরিব শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, ডায়রি ও শিক্ষা সরঞ্জাম দেয়া হয়।

০৮ আগস্ট, ২০১৯।