বালিয়া আল হেরা নূরাণী হাফেজীয়া মাদ্রাসায় সভা ও দোয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়ন উত্তর বালিয়া আল হেরা তালিমুল কোরআন নূূরাণী হাফেজীয়া মাদ্রাসা এতিমখানার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মো. সাহজাহান গাজীর স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ যোহর মাদ্রাসা হল রুমে গাজী ফাউন্ডেশনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা রায়েরবাজার মেরাজ নগর মাদ্রাসার মুহ্তামিম মুফতি আবদুর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজী ফাউন্ডেশনের এমডি তাজুল ইসলাম, মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, গাজী ফাউন্ডেশনের সদস্য মুফতি দেলোয়ার বিন গাজী, মাদ্রাসার মুহ্তামিম মাও. ওছমান গনি, ব্যবসায়ী জাকির হোসেন গাজী, সানোয়ার হোসেন গাজীসহ গাজী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার ব্যাক্তিবর্গ।

১১ জুলাই, ২০১৯।