স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। গত রোববার সন্ধ্যা ৭টায় বালিয়া ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল্ল্যাহ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়াজী যৌথ স্বাক্ষরিত পত্রে ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে মো. আমু গাজীকে সভাপতি ও মো. মাহবুব তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়।
পত্রে আরো উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামি দিনে আওয়ামী লীগের ডাকে সব আন্দোলন-সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা রাখার জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
০৮ অক্টোবর, ২০১৯।