ভোরের চোখ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সিএমএইচের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) হান্নান শাহর চিকিৎসা চলছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে হান্নান শাহ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এনটিভি অনলাইনকে বলেন, দুদিন ধরে হান্নান শাহর ডায়াবেটিসের মাত্রা বেড়ে গিয়েছিল। আজ তা আরো বেড়ে যাওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে আছেন।