স্টাফ রিপোর্টার
হাইমচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ৩ এপ্রিল ২০২৩ সোমবার বিকেলে ছাত্রলীগ নেতা খাদেমুল ইসলাম শিশুর দায়ের করা মামলায় মাজহারুল ইসলাম শফিককে আটক করে হাইমচর থানা পুলিশ। গত বুধবার (৫ এপ্রিল) চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে তাকে।
জানা যায়, গত ২৭ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে পোস্ট করেন মাজহারুল ইসলাম শফিক। পরে বিষয়টি বুঝতে পেরে ৩০ মার্চ তিনি নিজের আইডি থেকে পোস্টটি ডিলিট করে দেন। সে পোস্টের স্ক্রিনশট রেখে খাদেমুল ইসলাম শিশু বাদী হয়ে হাইমচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, মাজহারুল ইসলাম শফিককে গ্রেফতার করে মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার ওপর চরম চপেটাঘাত করেছে সরকার। তারা বিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন করছে। সাংবাদিকসহ বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে, তারা গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটিচাপা দিতে চায়।
পরিশেষে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান তিনি।
০৬ এপ্রিল, ২০২৩।