বিটিভিতে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর বিচ্ছু নাটক রেকর্ডিং


কাল চট্টগ্রাম যাচ্ছে ২০ সদস্যের টিম

স্টাফ রিপোর্টার
বিটিভি চট্টগ্রামে রেকর্ডিংয়ের জন্য বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ২০ সদস্যের একটি টিম আগামিকাল বুধবার চট্টগ্রাম যাচ্ছে। ঐদিন দুপুর ১২টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে সংগঠনের সাড়াজাগানো নাটক মলিয়ের এর কমেডি ‘বিচ্ছু’ নাটকটি রেকর্ডিং শুরু করা হবে।
চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাড়াজাগানো মলিয়ের এর কমেডি ‘বিচ্ছু’ নাটকটি নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নাট্য নির্দেশক সাংবাদিক শরীফ চৌধুরী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাহের সাব্বির, মাকসুদুল ইসলাম খান রতন, সাবিহা জান্নাত দিপা, দেবব্রত সরকার বিজয়, নাজমুল হোসেন বাপ্পি, নুরে আলম নয়ন, হ্যাপি আক্তার, কামরুজ্জামান শিশির, আসমা আক্তার ও শরীফ চৌধুরী।
আলোক পরিকল্পনায় শুকদেব রায়, আবহ সঙ্গীতে সিয়াম খান, মঞ্চ নির্মাণে নুরে আলম নয়ন, প্রণব ঘোষ ও মো. ইয়াসিন খান, পোষাক পরিকল্পনায় জাফনুন নাহার পৃথা ও শানজানা চৌধুরী তান্হা। প্রযোজনা ব্যবস্থাপনা তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, তোফায়েল আহমেদ শেখ, জিয়াউল আহসান টিটো, বিচিত্রা সাহা, মোস্তফা কামাল, দিলীপ দাস, অরুণ সরকার, শাহজালাল টিংকু, আনোয়ার হোসেন জীবন ও এনায়েত উল্লাহ শিপুল। প্রযোজনা সহযোগিতায় সফিউল আলম বাবু, মাহবুবুর রহমান সুমন, সুমন আহমেদ, রাজা মজুমদার, বিপ্লব সরকার, লিটন গাজী, অজিত দত্ত ও বলাই চন্দ্র সরকার।
বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায় ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী জানান, মুক্তিযুদ্ধোত্তর বাঙলা নাট্য সাধনায় হাঁটি হাঁটি পা-পা করে বর্ণচোরা নাট্যগোষ্ঠী গৌরবের ৪৫ বছর শেষ করে ৪৬ বছরে দাঁড়িয়েছে। মেঘনা-পদ্মা-ডাকাতিয়া তিন নদীর মিলনস্থল ইলিশের বাড়ি চাঁদপুর হলো সংস্কৃতিকচর্চার এক উৎকৃষ্ট স্থান। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ এবং লালন করে ১৯৭৪ সালের ১৭ আগস্ট প্রতিষ্ঠিত হয় বর্ণচোরা নাট্যগোষ্ঠী। বিটিভি চট্টগ্রামের বিশিষ্ট টিভি প্রযোজক শেখ শওকত ইকবালকে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদেরকে বিটিভি চট্টগ্রামে মলিয়ের এর কমেডি ‘বিচ্ছু’ নাটকটি রেকর্ডিং করার সুযোগ করে দেয়ার জন্য। কৃতজ্ঞতা জানাই বিটিভি চট্টগ্রামের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সব উর্ধ্বতন কর্মকর্তাদের। নাটকটি রেকর্ডিং করতে গিয়ে যারা আমাদের সহযোগিতা করেছেন বিশেষ করে বিটিভি চট্টগ্রামের সকল কলাকুশলী তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
এই নাটকটি রেকর্ডিং করতে গিয়ে যারা আমাদের আরো সহযোগিতা করেছেন যেমন চট্টগ্রাম নান্দিকারের কর্ণদার অলক ঘোষ, হাদীসহ নান্দিকারের সবার প্রতি কৃতজ্ঞ। আরোও কৃতজ্ঞ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্পাদক নাট্য ব্যাক্তিত্ব সাইফুল আলম বাবু ভাইয়ের কাছে। চট্টগ্রামের সকল নাট্য সংগঠনের কর্মকর্তা, নাট্য সংগঠক, নির্দেশক, মঞ্চশিল্পীর প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। বর্ণচোরা নাট্যগোষ্ঠীর এই দীর্ঘ পথ চলায় যারা আমাদের সাথী হয়েছেন- সবাইকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। বর্ণচোরা নাট্যগোষ্ঠী বিভিন্ন সময় নাটক মঞ্চায়ন করতে গিয়ে যাঁদের সহযোগিতা পেয়েছি তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।
বিশেষ করে চাঁদপুরের থিয়েটার ফোরামের কর্মকর্তা, সকল নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী-সংগঠক ও দর্শক-শ্রোতাদের প্রতিও বিন¤্র চিত্তে আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করছি। এছাড়া সাংবাদিকদের জানাই আমাদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আগামি ৩ অক্টোবর মেঘনায় বর্ণচোরা নাট্যগোষ্ঠীর মঞ্চশিল্পীরা চাঁদপুর ফিরে আসবে। এজন্য সবার কাছে দোয়া প্রার্থী।

০১ অক্টোবর, ২০১৯।