বিদায়বেলায় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জিহাদুল কবির


স্টাফ রিপোর্টার
ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সহকর্মীরা বিদায় দিয়েছেন পুলিশ সুপার জিহাদুল কবিরকে। গতকাল রোববার সকালে জেলা পুলিশ লাইনস থেকে তাঁকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।
এ সময় জিহাদুল কবিরকে বহনকারী যান ফুল দিয়ে সজ্জিত করা হয়। সহকর্মীরা সেই যানটিকে মোটা রশিতে টেনে পুলিশ লাইনস এর ভেতর থেকে প্রধান সড়কে নিয়ে যান। পরে সেখান থেকে বিদায় নেন জিহাদুল কবির। আগে গত শনিবার রাতে চাঁদপুরে শেষ কর্মদিবস করেন জিহাদুল কবির। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি।
জিহাদুল কবির এর আগে গত একবছর চাঁদপুরে পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন। তিনি পাবনা থেকে চাঁদপুরে আসার আগে মাগুরা ও রাজবাড়ীর পুলিশ সুপার ছিলেন। বর্তমানে তিনি ঢাকা রেঞ্জে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে উন্নীত হয়েছেন। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জিহাদুল কবিরকে নতুন পদের ব্যাজ পরিয়ে দেন।
এদিকে আজ সোমবার চাঁদপুরে নতুন পুলিশ সুপার পদে যোগদান করবেন মাহবুবুর রহমান। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
জিহাদুল কবিরের বিদায়বেলায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) শেখ রাসেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবীব, সব থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

০৯ সেপ্টেম্বর, ২০১৯।