মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। গত ২৬ ফেব্রুয়ারি তিনি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সোহরাব হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
পরে গত বৃহস্পতিবার যাচাই-বাছাইয়ের পর জাপার প্রার্থী সোহরাব হোসেন প্রার্থীতা প্রত্যাহারের জন্য লিখিত আবেদন করেন। সোহরাব হোসেনের আবেদনপত্র গৃহীত হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন এমএ কুদ্দুস। চেয়ারম্যান পদে এ দু’জনই মনোনয়নপত্র দাখিল করেছেন।
এমএ কুদ্দুস দীর্ঘদিন যাবৎ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আসছেন। এর আগে তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। রাজনীতির শেষ মুহূর্তে এসে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে যাচ্ছেন।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন এমএ কুদ্দুস
Post navigation
