
এস এম সোহেল :
চাঁদপুরে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনে পথে-পথে নেতাকর্মীদের বাঁধা প্রদান করেছে পুলিশ। বাঁধা প্রদান করলে নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। নেতাকর্মীরা পুলিশী বাঁধা উপেক্ষা করে বিভিন্ন পাড়া মহল্লা ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রিয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, পথে পথে বাঁধা প্রদান করে কতজন নেতাকর্মীকে পুলিশ আটকে রাখবে। জনমানুষের জন¯্রােত আটকিয়ে রাখা যাবে না। বিএনপি আওয়ামী লীগের মতো পুলিশ নির্ভর রাজনৈতিক দল নয়। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রজমানের হাতে গড়া দল।
তিনি আরো বলেন, সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে খালেদ মোশারফকে ক্ষমতাচ্যুত করে জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করেছিল। সে থেকে এই বিপ্লব ও সংহতি দিবস পালন করা হচ্ছে। বিএনপি সরকারের আমলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি সরকারি ছুটি থাকলেও জুলুমবাজ এই সরকার সেই ছুটি বাদ করে দিয়েছে। শেখ মুজিবকে রক্ষা করার জন্য সেদিন রক্ষীবাহিনী গঠন করা হয়েছিলো। সেই রক্ষীবাহিনীর হোতা খন্দকার মোস্তাক তাদের দলের হয়েও শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেছিলো।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে একদলীয় শাসনকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। শহীদ জিয়া ছিলেন এ দেশের স্বাধীনতার ঘোষক। তিনি একদলীয় বাকশালীয় শাসনের কবর রচনা করেছেন। যার কারণে রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপাধি পেয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বিএনপি এ দেশের মানুষের পাশে সব সময় ছিলো এবং থাকবে।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান সফিকুজ্জামান।
এসময় আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম বাবু, শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, জেলা যুবদলের সভাপতি শাহাজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সদস্য সচিব হযরত আলী, সদর উপজেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু, সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, শহর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহানুর বেপারী শানু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা অ্যাড. শিরীন সুলতানা মুক্তা, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহার, যুগ্ম-আহ্বায়ক মাসুদ মাঝি প্রমুখ।
এদিকে সমাবেশের পূর্বে বেলা ৩টায় শহরের হাসান আলী হাই স্কুল মাঠে সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আসলে সেখানে পুলিশ বাঁধা প্রদান করে। এসময় ডিবি পুলিশের সদস্যরা সদর উপজেলার বিএনপির ব্যানার কেড়ে নেয়।