বিশিষ্টজন ও বিএনপি নেতাদের কবর জিয়ারত করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের বিশিষ্টজন ও সাবেক বিএনপি নেতাদের কবর জিয়ারত করছেন কেন্দ্রিয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত দিনভর চাঁদপুর পৌর এলাকায় তিনি কবর জিয়ারত করেন।
প্রথমে তিনি শহরের পুরাণবাজার চৌধুরী বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী মিজানুর চৌধুরী ও আব্দুল মোতালেব চৌধুরীর কবর জিয়ারত করেন। পরে ঐ এলাকায় মোস্তাক চৌধুরীর বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুম ও মরহুমাদের কবর জিয়ারত করেন। এরপর চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল হক বাচ্চু মিয়াজীর কবর জিয়ারত করেন।
সকাল সাড়ে ৯টায় শহরের মাদ্রাসা রোড লঞ্চঘাট এলাকায় আলহাজ ছাবের গাজী ও হাসান গাজীর কবর জিয়ারত করা হয়। সকাল ১১টায় শহরের প্রফেসার পাড়া এলাকায় সাবেক বিএনপি নেতা আবুল হাসেম ঢালী, আব্দুর রাজ্জাক চৌধুরীর, আ. মজিদ মাতাব্বর ও আ. রহিম খানের কবর জিয়ারত করা হয়। বেলা সাড়ে ১১ টায় ঐ এলাকায় মাঝি বাড়িতে সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক (চারু মাঝি), নজরুল ইসলাম (মুন্সি মাঝি) কবর জিয়ারত করেন।
বেলা ১২ টায় সাবেক পৌর চেয়ারম্যান আ. করিম পাটওয়ারী ও শেখ বজলুল রহমানের কবর জিয়ারত করেন। পরে শহরের বাসস্ট্যান্ড এলাকার পৌর কররস্থানে বিএনপির নেতৃবৃন্দসহ সব মরহুম ও মরহুমাদের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করা হয়।
বেলা সাড়ে ১২ টায় শহরের ষোলঘর পাকা মসজিদ এলাকার শেখ বাড়িতে জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ অ্যাড. শেখ মুতিউর রহমানের কবর জিয়ারত করে ট্রাক রোডস্থ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক খান দেলোয়ার হোসেন, গুণরাজদী ভূঁইয়া বাড়িতে জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বাচ্চু ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান গাজির পিতা মরহুম আব্দুল কুদ্দুস গাজির কবর জিয়ারত করেন।
এসময় পুলিশের গুলিতে নিহত মনোয়ার জাওয়াদ সিয়াম ও ঐ এলাকার ডা. মোবারক খলিফার কবর জিয়ারত করেন। বিকালে শহরের ঢালীর ঘাট রোডে ভূঁইয়া বাড়ির মরহুম আ. মালেক ভূঁইয়ার কবর জিয়ারত করেন।
এসময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির চৌধুরী, সেলিমুছ সালাম, ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাজালাল মিশন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আ. কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, কোষাধ্যক্ষ কাইয়ুম খান, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি মেহেদী হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহোগ, যুগ্ম সম্পাদক সোহেল রানা, মেহেদী হাসান শাকিল প্রমুখ।
বিভিন্ন এলাকায় কবর জিয়ারত করাকালে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে গত ৩০ নভেম্বর বিকালে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাফিজুর রহমানের কবর জিয়ারত করেন শেখ ফরিদ আহমেদ মানিক। পরে গুণরাজদীর সাতানি পাটওয়ারী বাড়িতে তিনি তার নিকটাত্মীয়দের সাথে কুশল বিনিময় করেন।