স্টাফ রিপোর্টার
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং নদী রক্ষা, বন্যপ্রাণি ও পরিবেশ, বায়ু ও শব্দ দূষণ রোধের উপর তথ্যচিত্র বা ডকুমেন্টরি ফিল্ম প্রদর্শন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ।
উল্লেখ্য, এ বছর বিশ^ পরিবেশ দিবস ২০১৯ উপলক্ষে প্রথমবারের মত সড়কদ্বীপ সজ্জা করা হয়েছে। এছাড়া পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেয়াল লিখন, মাইকিং, ভিডিও ক্লিপিং প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
- Home
- প্রথম পাতা
- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ চাঁদপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ