সরকার মাদ্রাসা শিক্ষার প্রসারে ব্যাপকভাবে কাজ করছে
…………………..আবু নঈম পাটওয়ারী দুলাল
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দাখিল পাসকৃত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও আলিম ১ম বর্ষের ছবক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবাব বেলা ১১টায় মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা ও ছবক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে মাদ্রাসার শিক্ষার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যারা মাদ্রাসায় লেখা-পড়া করে তাদের গুরুত্বও কম নয়। চাঁদপুর শহরে বিষ্ণুদী মাদ্রাসার অনেক সুনাম রয়েছে। তোমরা এখানে নির্ভয়ে লেখাপড়া করবে। এই মাদ্রাসা থেকে তোমরা তোমাদের ভবিষৎ গড়ে তুলবে। জাতির পিতা ছাত্র-ছাত্রীদের নিয়ে সুন্দর একটি সমাজ গড়ার স্বপ্ন দেখেছেন। আমরা যদি উন্নত শিক্ষায় শিক্ষিত না হই, তাহলে কোন শিক্ষাই কাজে আসবে না। আমাদের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে।
তিনি আরো বলেন, আমরা বিষ্ণুদী মাদ্রাসাটিকে একটি শিক্ষা উপযোগী মাদ্রাসা হিসেবে গড়ে তুলতে কাজ করছি। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার প্রসারে ব্যাপকভাবে কাজ করছে। সরকার লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে, এখন শুধু তোমরা লেখাপড়া করবে। সব কিছুর পাশাপাশি পড়াশুনা ধরে রাখতে হবে।
বিষ্ণুদী মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে আলিম ১ম বর্ষের ছবক অনুষ্ঠানে শিক্ষার্থীদের ছবক পাঠ করান শিক্ষক মাও. এবিএম ফারুক আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য প্রফেসর আব্দুল জাব্বার মিয়া, সহকারী অধ্যাপক মাও. আব্দুল মান্নান, শিক্ষক বেলাল পাটওয়ারী, মুফতি কেফায়েত উল্লাহ।
শিক্ষক মাও. হাবিবুল্লাহর পরিচালনায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, মনির হোসেন, মো. আলমগীর হোসেন, মো. আল আমিন, মো. সাইফুল ইসলাম, মো. নোমান হোসেন, শেখ নাসিমা সুলতানা, শামীমা আক্তার, মারজিয়া আক্তারসহ মাদ্রাসার সব শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে আলিম ১ম বর্ষের ছাত্র ছাত্রীদের মাঝে পাঠ্যবই বিতরণ করেন অতিথিবৃন্দ।
সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ জসিম উদ্দিন। এতে মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেনের সুস্থতা কামনা বিশেষ দোয়া কামনা করা হয়।
৩ জুলাই, ২০১৯।