বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শিক্ষানবিস বিসিএস ক্যাডারদের মৈশাদীতে মতবিনিময়

সজীব খান
বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শিক্ষানবিস বিভিন্ন বিসিএস ক্যাডারদের সাথে মৈশাদী ইউনিয়ন পরিষদে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় মৈশাদী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে ও সচিব আবু বকর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তফু আহম্মেদ, সহকারী পুলিশ সুপার জাহিদ আহসান, সহকারী কমিশনার আছমা জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনেয়ারা খাতুন, মাহবুব আলম, মো. রাকিবুল হাসার, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, মৈশাদী ইউনিয়ন স্বাস্থ্য পরির্দশক মো. মনির হোসেন, ইউনিয়ন কৃষি বিষয়ক কর্মকর্তা খোকন চন্দ্র চক্রবর্ত্তী, পরিবার কল্যাণ পরিদর্শিকা রাধা রানী পাল, পরিবার কল্যাণ কেন্দ্রের মাকসুদা বেগম, এসডিএপের প্রতিনিধি শফিউল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শরীফ খান, মৈশাদী ইউপির প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম, হাকিম গাজী, শিল্পী বেগম, ওয়ার্ড মেম্বার কালাম বেপারী, বজলুল গনি জিলন, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন, বারেক খান, আবুল হোসেন, ফারুক সরকার প্রমুখ।
অনুষ্ঠানে আগত বিসিএস কর্মকর্তারা মৈশাদী ইউনিয়নের ই-লাইব্রেরী এন্ড স্টুডেন্ট কর্নারসহ সব কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা মৈশাদীর সব কার্যক্রম সুন্দরভাবে পরিচলনা হওয়ায় ইউপি চেয়ারম্যানসহ পরিষদের সবাইকে ধন্যবাদ জানান।

৯ জুলাই, ২০১৯।