নোমান হোসেন আখন্দ/ইউছুপ আলী :
শাহ্রাস্তিতে পৃথক ঘটনায় দু’লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীর লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অপর অজ্ঞাত ব্যক্তির লাশ ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাহ্রাস্তি থানা পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভাধীন ১১নং ওয়ার্ডের ভাটুনিখোলা ব্যাপারী বাড়ির মো. ইউনুস ব্যাপারীর মেয়ে ফারজানা আক্তার (২২) গত শনিবার রাত ৮ টায় তাদের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের বড় ভাই মো. সোহাগ বেপারী ও তার দাদা সামসুল আলম বাবুল জানান, প্রায় ১ বছর আগে ফারজানা আক্তারকে সূচীপাড়ার উত্তর ইউনিয়নের বসু পাড়া গ্রামের মান্নান চেয়ারম্যানের বাড়ির আবদুর রহমানের ছেলে মো. হাবিবুর রহমানের সাথে বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে নগদ ৫০ হাজার টাকা ও আনুসাঙ্গিক জিনিসপত্রসহ ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর, শাশুড়িসহ অন্যান্যরা যৌতুকের জন্য বেদম মারধর ও অমানবিক নির্যাতন চালায়। নির্যাতন সইতে না পেরে বিয়ের ৩ মাসের মাথায় চিকিৎসার জন্য তার বাবার বাড়ি ভাটুনীখোলা বেপারী বাড়িতে আসে। বাবার বাড়িতে আসার পর থেকে তার, শশুরের বাড়ির কাছ থেকে কোন হাত খরচ বা খবর নেয়া হয়নি। এ ঘটনার জের ধরে সে রাগে, ক্ষোভ ও অভিমানে গত শনিবার রাত ৮টায় তাদের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে শাহ্রাস্তি থানার উপ-পরির্দশক (এসআই) মো. মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্বার করে।
এছাড়া অপর ঘটনায় একই দিন টামটা দক্ষিণ ইউনিয়নের সুরসই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে গতকাল রোববার সকাল ১০টায় এক অজ্ঞাত (৪০) ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
থানার উপ-পরির্দশক (এসআই) রহমত আলী জানান, ধারণা করা হচ্ছে লোকটি মানসিক ভারসাম্যহীন। তার কোন পরিচয় না পাওয়ায় চাঁদপুরে ময়নাতদন্ত শেষে তার লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পৃথকভাবে থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।
- Home
- প্রথম পাতা
- বেওয়ারিশ লাশ আঞ্জুমানে মফিদুলে হস্তান্তর শাহ্রাস্তিতে পৃথক ঘটনায় দু’লাশ উদ্ধার