নোমান হোসেন আখন্দ :
প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের জাতীয় শহীদ মিনারে আগামি ২৩ ডিসেম্বর শনিবার আমরণ অনশন কর্মসূচী সফল ও সার্থক করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ৩টায় শাহ্রাস্তি উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মো. জাকির হোসেন ভুইঁয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক মহাজোটের চাঁদপুর জেলা ও শাহ্রাস্তি উপজেলার অন্যতম সমন্বয়ক মঞ্জুর হোসেন সুমনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় সহকারী শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির আলম।
এ সময় সহকারী শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন রুহুল কুদ্দুস লিটন, শেখ মুজিবুর রহমান, জাকির হোসেন মিয়াজী, আবু তাহের, বাহারুল ইসলাম, কামাল উদ্দিন জান্নাতুল ফেরদাউস, শিক্ষা বার্তা ডট কমের শাহ্রাস্তি উপজেলার প্রতিনিধি নজরুল ইসলাম ভুঁইয়া, মো. আলাউদ্দিন, মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নেরসভাপতি/সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামি ২৩ ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি সফল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়।
- Home
- প্রথম পাতা
- বেতন বৈষম্য নিরসনে শাহ্রাস্তিতে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচির প্রস্তুতি সভা