ব্যবসায়ী কমিটির জরুরি বৈঠকে নিন্দা

ফরিদগঞ্জে অস্ত্র নিয়ে মহড়া ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা


ফরিদগঞ্জ ব্যুরো
গত বৃহস্পতিবার বিকালে ফরিদগঞ্জ বাজারে হঠাৎ করেই একদল লোক অস্ত্র নিয়ে মহড়া, বিভিন্ন দোকান পাটে হামলা ভাংচুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি। ঘটনার রাতেই এক জরুরি বৈঠক বসে বাজার ব্যবসায়ী কমিটি।
সভা শেষে ব্যবসায়ী কমিটির আহ্বায়ক অহিদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে ফরিদগঞ্জ বাজারে সাপ্তাহিক হাটের দিন এভাবে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে করে দোকান-পাট বন্ধ করে দেয়া, দোকান-পাটে হামলা ও ভাংচুর এবং বাজারে বাসট্যান্ডে চলমান গাড়ির উপর হামলা কোনভাবেই কাম্য নয়। আমরা এর নিন্দা জানাই। এই ঘটনার কারণে বাজারের ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হয়েছে। আমরা বিষয়টি তাৎক্ষনিক ইউএনওকে জানিয়েছি। এছাড়া ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরায় ঘটলে আমরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় মানববন্ধনসহ আন্দোলনে নামতে বাধ্য হব।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, আমরা কেন রাজনীতির শিকার হবো। বৃহস্পতিবার দিন মিছিলের নামে দেয়া মহড়া আমাদের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করেছে। লোকজন ভয়ে বাজার থেকে চলে গেছে। পুরো এলাকা আতংকে পরিণত হয়েছে।