বড় স্টেশন মোলহেডে বসন্ত উৎসব

মানিক দাস
বাংলাদেশ শিল্পকলা একাডেমি চাঁদপুর জেলা শাখার আয়োজনে পহেলা ফাল্গুন উপলক্ষে চাঁদপুর শহরের ত্রিনদীর মিলনস্থল মোলহেডে বসন্ত উৎসব পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ফাগুনের এই শুভক্ষণে চাঁদপুর ঝেলা শিল্পকলা একাডেমি বড় স্টেশন মোলহেডে আজ বসন্ত উৎসব পালন করছে। এই বসন্ত উৎসব ছাড়াও আজকে ভালবাসা দিবস পালিত হচ্ছে। বসন্তের রংয়ে সবার অন্তরে যেন বসন্তের ছোয়া লাগে। যেসব শিল্পীরা আজকে শিল্পকলার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে তারাও আজকে বসন্তের রংয়ে নিজেদের রাঙিয়েছে। এই বসন্ত উৎসবটি সকলের প্রাণে যেন দোলা লাগে। ঝড়া পাতা শেষে ঋতুরাজ বসন্তের আগমন হয়েছে। গাছে গাছে ফুল ফুটেছে, আর নতুন পল্লবে সেজেছে। তেমনি আমাদের সবার হৃদয় যেন সেজে উঠে।
জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক কন্ঠশিল্পী মৃনাল সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) অমিত চক্রবর্তী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চাঁদপুর সাংষ্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব ইয়াহিয়া কিরন, বিতর্ক সংগঠক ডা. পীযুষ কান্তি বড়–য়া, সাংবাদিক এ.এইচ.এম আহছান উল্লাহসহ আরো অনেকে।
জেলা শিল্পকলা একাডেমির এই বসন্ত উৎসবে নৃত্যাঙ্গনের পক্ষের গীতি সানন্দা অথৈর নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করে অংকিতা, অথৈ, তামান্না, রাত্রী, নিলীমা, রুপন্তী। সংগীত পরিবেশন করে, মৃনাল সরকার, তাছলিমা বর্না, কুমিল্লা থেকে আগত অতিথি শিল্পী রবিউল ইসলাম, সম্পা, প্রান্ত, প্রত্ন পীযুষ বড়–য়া।
জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সোমা দত্তের পরিচালনায় নৃত্য পরিবেশন করে আরিফ, কুহু, রিজভী, হৃদিতা, মুনতাহা, রাহিয়ান, সায়মা, শিরোপা, পুজা, শসী, তিথী প্রমুখ। বিকেল থেকে এই বসন্ত উৎসবটি সন্ধ্যা পর্যন্ত হাজারও দর্শক উপভোগ করে।