ক’দিনের মধ্যে ৪২ কিলোমিটার পানির লাইনের কাজ সম্পূর্ণ হবে
……………মেয়র মাহফুজুল হক

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে পৌরসভার এলাকার ভাটিরগাঁও জামে সমজিদের ঘাটলার ঢালাই কাজের উদ্ধোধন করা হয়েছে। এসময় পৌর মেয়র মাহাফুজুল হক বলেন, আগামী জুনের পূর্বে পৌরসভার কয়েকটি মেঘা প্রকল্পের কাজ সম্পন্ন হবে। আগামি কয়েক দিনের মধ্যে ৪২ কিলোমিটার সুপেয় পানির লাইনের কাজ সম্পূর্ণ করা হবে। পৌরসভার এই সকল মেঘা প্রকল্প বাস্তবায়ন করতে হলে আমাকে পুনঃরায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
তিনি আরো বলেন, দিন রাত পরিশ্রম করে পৌরসভার উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই পৌরসভাকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নিত করেছি। আগামিতে সুযোগ পেলে প্রথম শ্রেনী উন্নিত করবো। গতকাল সোমবার পৌর এলাকার ভাটিরগাঁও জামে মসজিদের ঘাটলার ঢালাই কাজের উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন।
পরে তিনি মিরপুর জমাদ্দার বাড়ির রাস্তার মেকাডম কাজ পরির্দশন করেন। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মহসিন তালুকদারসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।