আ.লীগ যখনই ক্ষমতায় তখনই দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে : শামছুল হক ভূঁইয়া এমপি
নারায়ন রবিদাস :
আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ মানে উন্নয়ন, আওয়ামী লীগ মানে ফসলে ফসলে ভরে উঠা মাঠ। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ প্রকৃতই জনগণের দল। এই দলটি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখনই দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। সর্বশেষ গত প্রায় ৯ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উন্নয়নের যে রোল মডেল তৈরি করেছেন, তা বিগত সরকারগুলো পারেনি। আগামি ৬ মাসের মধ্যে ফরিদগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের যে রোডম্যাপ ঘোষণা করেছিলাম। সেই কথার ধারাবাহিকতায় চট্টগ্রাম-খুলনা মহাসড়কের অংশ ভাটিয়ালপুর-হরিণা সড়কের পুনঃনির্মাণ কাজ শুরু হচ্ছে। তাই আসুন আবারো আমরা নৌকার উপর ভরসা রেখে এগিয়ে যাই। ফরিদগঞ্জ উপজেলাকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দেই। গতকাল বুধবার বিকেলে ফরিদগঞ্জের ভাটিয়ালপুর-হরিণা সড়কের ৬ কোটি টাকা ব্যয়ে ১১.২৯ কিলোমিটার সড়কের সংস্কার কাজের উদ্বাধনী অনুষ্ঠানে পুনঃনির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক সোহেল চৌধুরীর যৌথ পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার ও ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মিজি, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক হাজী সফিক, মহিউদ্দিন ভূঁইয়া ইরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, সম্পাদক জহিরুল ইসলাম সুজন প্রমুখ। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ১১.২৯ কিলোমিটার সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করেন।