স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা।
চক্ষু চিকিৎসা শিবির আনুষ্ঠানকিভাবে উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবদুর রহিম খান। তিনি তার বক্তব্যে বলেন, ¯্রষ্টার সৃষ্টির মধ্যে অন্যতম হলো চক্ষু। আর এই চক্ষু না থাকলে আমরা অপরূপ সৌন্দর্যের কিছুই দেখতে পারতাম না। সবাইকে নিজের চক্ষুর যত্ন নিজেকেই নিতে হবে।
তিনি আরো বলেন, ভাল কাজে কাউকে উৎসাহী করলে ঐ এলাকার মানুষ বেশি উপকৃত হয়। রোকন সেবামূলক কাজ করে অনেক আনন্দ পায়। তাই আমরা তাকে এ ধরনের কাজে বেশি বেশি উৎসাহীত করবো। আমি আশা করি এ চক্ষু শিবির কার্যক্রম অব্যাহত থাকবে। এর পরিধি আরোও বড় হবে, আরো বেশি মানুষের চিকিৎসার ব্যবস্থা হবে। এই ক্যাম্পের মাধ্যমে আমরা দুঃস্থ, অসহায় ও গরিব মানুষকে সাহায্য করতে পারি সেই ব্যবস্থাও করতে হবে। আর এই আয়োজন করার জন্য হাসপাতালের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার কর্মকর্তারাও ভাল কাজের জন্য প্রশংসার দাবিদার।
চাঁদপুরজমিন হাসপাতালের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মোরশেদা নাছির বেবী, চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সদস্য সাজেদা সুলতানা কাকন।
আরো বক্তব্য রাখেন নিজ গাছতলা মোহাম্মাদিয়া মাদানিয়া দারুল সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার সভাপতি শাহজাহান মোল্লা, প্রিন্সিপাল কারী মাও. ইমাম হোসেন। উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগাদী নানুপুর জামে মসজিদের খতিব মাও. রাকিব উদ্দিন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি প্রোগ্রাম অফিসার মো. দেলওয়ার হোসেন, দৈনিক চাঁদপুরজমিনের বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম অনিকসহ অন্যান্যরা।
উল্লেখ্য, চক্ষু চিকিৎসা শিবিরে ৪ জন চক্ষু বিশেষজ্ঞ সাড়ে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ৭০জন রোগীকে অপরেশনের জন্য ব্যবস্থা করা হয়। প্রতি ইংরেজি মাসের প্রথম রোববার এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।
- Home
- স্বাস্থ্য ও চিকিৎসা
- ভালো কাজে কাউকে উৎসাহী করলে ঐ এলাকার মানুষ বেশি উপকৃত হয়