
স্টাফ রিপোর্টার
তরপুরচন্ডী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বাবা ভাষাবীর মরহুম এমএ ওয়াদুদ স্মৃতি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে তরপুরচণ্ডী বিটি রোডস্থ একুশে ক্লাব বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ভাষাবীর মরহুম এমএ ওয়াদুদের একমাত্র ছেলে ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ^াদ মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবি এম রেজওয়ান ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুল গণি, সাখাওয়াত হোসেন, অ্যাড. হান্নান কাজী, অ্যাড. কবির চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।
খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন তরপুরচণ্ডী ইউনিয়ন আওযামী লীগ নেতা ও ক্রীড়া সংগঠক ওমর ফারুক আজমীর গাজী। তিনি জানান, যুব সমাজ ও কিশোরদের নিয়ে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে এবং শিক্ষামন্ত্রীর বাবা আমাদের শ্রদ্ধাভাজন ও অভিভাবক। তার আদর্শ নতুন প্রজন্মকে জানান দিতে এ টুর্নামেন্টর আয়োজন করেছি।
অনুষ্ঠান পরিচালনা করেন তরপুরচন্ডী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. জাকির হোসেন রনি, মো. মহসিন বেপারী, মো. কবির শেখ ও মো. আল-আমিন গাজী।
