
চাঁদপুরে পৌনে ৪ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস
স্টাফ রিপোর্টার :
আগামি ২৩ ডিসেম্বর চাঁদপুরসহ সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে। এর প্রথম রাউন্ড হয়েছিলো গত ৫ আগস্ট। ক্যাম্পেইনের ২য় রাউন্ড কার্যক্রমকে সামনে রেখে গতকাল বুধবার সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ ওরিয়েন্টেশন গতকাল বিকেল তিনটায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, চাঁদপুর জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী তিন লক্ষাধিক শিশুকে এ কর্মযজ্ঞের আওতায় আনা হবে।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আশরাফ আহমেদ চৌধুরী। এরপর ক্যাম্পেইনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের আলোকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ভিটামিন এ ক্যাপসুল খুবই উন্নত, মানসম্মত এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। এটি হল্যান্ড থেকে কিনেছে বাংলাদেশ সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কর্তৃক পরীক্ষিত এই ভিটামিনটি। সেজন্যে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী একটি শিশুও যাতে এ ক্যাম্পেইনের আওতা থেকে বাদ না যায়। ভিটামিন ‘এ’র অভাবজনিত কারণে একটি শিশু যে নানাবিধ রোগব্যাধীতে আক্রান্ত হয়ে থাকে তা থেকে শিশুকে রক্ষা করতে ভিটামিন এ শিশুর জন্যে অপরিহার্য। এর গুরুত্ব বিবেচনায় এনেই ক্যাম্পেইনের শ্লোগান হচ্ছে ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান।
সিভিল সার্জন জানান, এই ক্যাম্পেইনের প্রথম রাউন্ডগত ৫ আগস্ট হয়েছে। প্রথম রাউন্ডে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা ৯৮.৫০% অর্জন হয়েছে। আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা ৯৯%অর্জন হয়েছে। দ্বিতীয় রাউন্ডে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হবে বলে আমি আশাবাদী। সবার সহযোগিতায় এবং ব্যাপক প্রচারনায় লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হওয়ার ব্যাপারে স্বাস্থ্য বিভাগের সকল সেক্টর কাজ করে যাচ্ছে। তিনি বিগত দিনে সাংবাদিকদের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরে বলেন, সাংবাদিকদের মাধ্যমে ব্যাপক প্রচারণায় এ কার্যক্রমকে শতভাগ সফল করতে পারে। বিগত সময়ের মতো এবারো আমি এ ব্যাপারে দৃঢ় আশাবাদী।
সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, বর্তমান সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, রহিম বাদশা, সোহেল রুশদী ও দৈনিক ইল্শেপাড়ের যুগ্ম-সম্পাদক শাহাদাত হোসেন শান্ত।
সাংবাদিকরা তাঁদের বক্তব্যে এ কার্যক্রমের ব্যাপারে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে নানা পরামর্শ তুলে ধরেন এবং বিগত দিনে এ কার্যক্রমের নানা সমস্যা ও ত্রুটির বিষয় সিভিল সার্জনকে জানান।
সভায় জানানো হয় ২য় রাউন্ডে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ৪শ’ ২৪ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস ২ লাখ ৭৪ হাজার ১শ’ ৯২ জন শিশু। মোট ৩ লাখ ৯ হাজার ৬শ’ ১৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।