মতলবের আবিদা তাসলিম মুনের শাপলা কাব এ্যাওয়ার্ড গ্রহণ

 

স্কাউটের শাপলা কাব এ্যাওয়ার্ড আবিদা তাসলিম মুনের হাতে তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। -ইলশেপাড়

মাহফুজ মল্লিক :
স্কাউটের শাপলা কাব এ্যাওয়ার্ড পেয়েছে মতলবের আবিদা তাসলিম মুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত শাপলা কাব এ্যাওয়ার্ড সম্প্রতি আবিদা তাসলিম মুনের হাতে তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম।
স্কাউটের বিভিন্ন অনুষ্ঠানে আবিদা তাসলিম মুন দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলায় একাধিকবার পুরস্কার লাভ করে এবং ২০১৪ সালে ভারত সফর করে। তার জন্মস্থান মতলব উত্তর উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বালুচর গ্রামে। বর্তমানে মতলব পৌরসভার কলাদী এলাকায় বসবাস।
মুনের মা রুবিনা আক্তার মতলব পৌরসভার স্বাস্থ্য বিভাগে চাকরিরত। তারা এক ভাই এক বোন। আবিদা সুলতানা মুন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর জেএসসি পরীক্ষা দেবে। এছাড়া সে সাংস্কৃতিক অঙ্গনেও সুনাম রেখেছে।