মতলবের ৫ সন্তানের জননীর আত্মহত্যার ঘটনা ধামাচাপার চেষ্টা

ফলোআপ

মেহেদী হাসান সরকার
মতলবের ৫ সন্তানের জননীকে দেবরদের কর্তৃক নির্যাতনের শিকার হয়ে বিষপাণে আত্মহত্যা করেছে হাওয়া বেগম। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি মতলব দক্ষিণ থানা পুলিশ।
মৃত হাওয়া বেগমের স্বামী মো. জসিম উদ্দিন মিয়াজী জানান, আমার স্ত্রীকে আমার ভাইয়েরা প্রতিনিয়তই পাশবিক নির্যাতন করতো। আর এ কারণেই মনের ক্ষোভে বিষপান করে আত্মহত্যা করেছে। আমার ছেলে-মেয়েদের এতিম করার জন্যই তারা এ ঘটনাটি ঘটিয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় মৌখিক ও লিখিভাবে অভিযোগ করা হয়েছে।
জানা যায়, জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করেই এ ঘটনাটি ঘটেছে। এদিকে হাওয়া বেগমের লাশ ময়নাতদন্তের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার পর পরই দেবর মো. বোরহান উদ্দিন মিয়াজী, মো. খলিল মিয়াজী, মো. কাশেম মিয়াজী, মো. জাকির মিয়াজী ও তাদের সহধর্মিণীরা বাড়ি ছেড়ে পালিয়েগেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, হাওয়া বেগম মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি গ্রামে গত ৮ ফেব্রুয়ারি বিষপান করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১১ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করে।