মতলবে ইয়াতিমদের সাথে জন্মদিন পালন করলেন নুরুল আমিন রুহুল এমপি

মতলব দক্ষিণ ব্যুরো

মতলব দক্ষিণে মাদ্রাসার ইয়াতিম ছাত্রদের সাথে নিয়ে ৬১তম জন্মদিন পালন করলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল। বুধবার (১৪ অক্টোবর) সকালে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের গোবিন্দপুর মবিনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানার ছাত্রদের সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে অ্যাড. মো. নুরুল আমিন রুহুলের ৬১তম জন্মদিন পালন করা হয়। পরে এমপি নুরুল আমিন রুহুলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং সবার মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থতি ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুবিন সুজন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, নারায়নপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন মজুমদার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন,সাধারণ সম্পাদক নজরুল ঢালী, নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, যুবলীগ নেতা আল আমিন মাস্টার, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম পান্না, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, মাসুদ প্রদান শান্ত, আল আমিন বকাউল, জিশান আহম্মেদসহ নারায়ণপুর ও খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

১৫ অক্টোবর, ২০২০।