মতলবে গৃহবধূকে পুড়িয়ে মারার প্রধান আসামি আটক

সফিকুল ইসলাম রিংকু
মতলব দক্ষিণে আগুনে পুড়িয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ দুই সন্তানের জননী খাদিজা আক্তার মিম (২২) হত্যার প্রধান আসামি স্বামী ইব্রাহিম খলিল প্রধানীয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মে থানার ওসি রিপন বালার নির্দেশে পরিদর্শক (তদন্ত) সালেহ আহম্মেদের সহযোগিতায় গোপন সংবাদের ভিক্তিতে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর জেলার বেনাপোল এলাকা থেকে তাকে আটক করেন মতলব দক্ষিণ থানার এসআই মো. দেলোয়ার হোসেন।
এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আসামি করে থানায় হত্যা মামলা (নং ৫, তাং ১৪-৪-২০২৪) করেন। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর শাশুড়ি জাহেদা খাতুনকে আটক করে আদালতে পাঠানো হয়েছিল। মামলার প্রধান আসামি ইব্রাহীম খলিল এতোদিন পলাতক ছিলেন।
উল্লেখ্য, পারিবারিক কলহের জের ধরে খাদিজা আক্তার (মিম) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। গত ১১ এপ্রিল ঈদুল ফিতরের দিন সকাল সারে ৭টায় উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বকচর গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা আক্তার মিমের পৈতৃক বাড়ি উপজেলার বকচর গ্রামে। ওই গ্রামের খোকন তালুকদারের মেয়ে তিনি। তার দুটি সন্তান রয়েছে। অভিযুক্ত স্বামী ইব্রাহিম খলিল প্রধানীয়া বাড়িও একই গ্রামে। তার পিতা মোতালেব প্রধানীয়া।
এর আগেও ইব্রাহিম আরও দুটি বিয়ে করেছিলেন। এই নৃশংস হত্যাকান্ডের প্রধান আসামি আটকের খবর এলাকায় ছড়িয়ে পরলে মিমের পরিবার ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিক্তিতে বেনাপুর এলাকা থেকে আসামিকে আটক করা হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১১(ক)/৪(১)/৩০ ধারায় চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন, যশোর জেলার বেনাপোল এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম খলিলকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

১২ মে, ২০২৪।