মাহ্ফুজ মল্লিক/মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণে ছেলের হাতে বাবা খুন হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপদী গ্রামের গাজী বাড়িতে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করে।
জানা যায়, পারিবারিক কলহ নিয়ে বাবার সাথে ছেলের প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগে থাকতো। ঘটনার দিন ছেলে মো. হোসেন (২১) ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ বাবা মধু গাজী (৬০) কে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোশাররফ হোসেন তাকে মৃত ঘোষণা করেন। মৃত মধু গাজীর বাবার নাম ইদু গাজী। ছেলের হাতে বাবা খুনের এ ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকার প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জানান, ছেলে মো. হোসেন একজন মানসিক রোগী। ঘটনার দিন পিতা মধু গাজী প্রচন্ড গরম থাকায় বিছানা বিছিয়ে শুয়ে থাকলে ছেলে হোসেন ইট পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পিতার মাথায় আঘাত প্রাপ্ত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে তাকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। ঘটনার পর পরই ছেলে হোসেন আহমেদ রাব্বিকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার মতলব (দক্ষিণ-উত্তর) সার্কেল আহসান হাবীব ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল হোসেন।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলবে ছেলের হাতে বাবা খুন