সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে বিএনপি-জামায়াত আবারো সক্রিয় হতে পারে………পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
মতলব দক্ষিণ ব্যুরো
বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোন শক্তি এদেশের সম্প্রতিকে নষ্ট করতে পারবে না। বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে আবারও পাঁয়তারা করছে। ধর্মকে পূঁজি করে যেন কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা, অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘উপজেলা সামাজিক -সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম একথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ধর্ম নিরপেক্ষতার বিকাশে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। যে যার ধর্ম নিরপেক্ষভাবে পালন করবে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন মিয়া, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা কৃর্ষি অফিসার কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী, মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা কবির আহমেদ, মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শংকর রাও নাগ, উপজেলা হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মোরশেদ আলম সিরাজী, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামল চন্দ্র দাস।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. মোরশেদ আলম ও গীতাপাঠ করেন সঞ্জয় চক্রবর্তী। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সমাপনী বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে হাতবন্ধনের মাধ্যমে শপথ করানো হয়।
২১ সেপ্টেম্বর, ২০২২।