মাহফুজ মল্লিক :
মতলব দক্ষিণে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আবুল হাসেম (২৫) নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে এমরান হোসেন (২৪) নামক অপর শ্রমিক। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা নারায়নপুর বাজার এলাকায় একটি ভবনে রঙয়ের কাজ করার সময় বিদ্যুতের তারের সাথে পৃষ্ঠ হয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নারায়নপুর পূর্ব বাজারের অস্ট্রেলিয়া প্লাজার দ্বিতীয় তলায় উত্তর পাশের দেয়ালে রঙয়ের কাজ করছিল। দেয়ালের দেড়/ দুই ফুট উত্তরে থাকা হাই ভোল্টের (৪৪০) বিদ্যুতের তারের সংস্পর্শের সাথে সাথে দুই শ্রমিক নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় শ্রমিক আবুল হাসেম। আহত অবস্থায় অপর শ্রমিক এমরান হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করায়। নিহত শ্রমিক আবুল হাসেম নারায়নপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের রফিক মুন্সীর ছেলে এবং আহত এমরান হোসেন একই বাড়ির আবদুল মান্নান মুন্সীর ছেলে। সংবাদ পাওয়ার সাথে সাথে মতলব দক্ষিণ থানা পুলিশ ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান।
অস্ট্রেলিয়া প্লাজার মালিক মজিবুর রহমান মিলন জানান, দেয়ালের পাশে যেহেতু হাই ভোল্টের বিদ্যুতের তার রয়েছে সেহেতু সতর্কতার সাথে কাজ করার জন্য শ্রমিকদের বলা ছিলো।
পল্লী বিদ্যুৎ সমিতি মতলব দক্ষিণ জোনাল অফিসের এজিএম মোছলেহ উদ্দিন জানান, অসাবধানতার কারণে এ দুর্ঘটনাটি ঘটে।