মতলবে মরহুম গিয়াস উদ্দিন স্মরণে আলোচনা ও দোয়া


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ গিয়াসউদ্দিনের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত স্মরণসভায় কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক মোহাম্মদ রফিক উল্লাহ্ হেলালীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, কলেজের বিদ্যোৎসাহী সদস্য মো. হাসান ইমাম, ফজলে রাব্বী, উপাধ্যক্ষ আফরোজা খাতুন, হিতৈষী সদস্য দেওয়ান রেজাউল করিম, অভিভাবক সদস্য মজিবুর রহমান, সাংবাদিক গোলাম হায়দার মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার। মিলাদ পরিচালনা করেন অধ্যাপক মো. মাহাবুুবুর রহমান ও মোনাজাত পরিচালনা করেন দাতা সদস্য মো. হেদায়েত উল্লাহ।

০৫ সেপ্টেম্বর, ২০১৯।