মতলবে রহস্যজনকভাবে মারা যাওয়া কিশোরের স্বজনদের পাশে এমপি রুহুল


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা সদরের পূর্ব কলাদী জামে মসজিদ সংলগ্ন ইমামের কক্ষে রহস্যজনকভাবে মারা যায় ইমামপুত্রসহ ৩ শিশু-কিশোর। তাদের পরিবার পরিজনদের খোঁজ-খবর নিতে বাড়িতে ছুটে যান চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল। গত ২ সেপ্টেম্বর দুপুরে মতলব পৌরসভার উত্তর নলুয়া গ্রামের জসিম উদ্দিন প্রধানের ছেলে মো. রিফাত হোসেনের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন নুরুল আমিন রুহুল এম.পি। কবর জিয়ারত শেষে রিফাতের বাবা জসিম উদ্দিনকে বুকে জড়িয়ে সান্তনা দেন।
এছাড়া একই স্থানে মারা যাওয়া ইব্রাহিমের মা-বোনদেরও সান্তনা দেন তিনি। পরে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং কুলখানি অনুষ্ঠানের জন্য এমপির ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা পরিবারের হাতে প্রদান করা হয়। এদিকে এ ঘটনার রহস্য উদ্ঘাটন করার জন্য থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচকে নির্দেশ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ মিয়াজী, কাউন্সিলর মামুনুর রশিদ মৃধা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ প্রধানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

০৫ সেপ্টেম্বর, ২০১৯।