মতলবে সাবেক পৌর মেয়রসহ আ.লীগ নেতাদের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটনের বাসায় অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী। গত সোমবার সন্ধ্যায় পৌর মেয়রের বাসভবনসহ উপজেলার একাধিক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে মতলব কলেজ গেটে অবস্থিত পৌর মেয়রের বাসভবন, মধ্য কলাদী এলাকায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল ও পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লিখন সরকারের বাসায় অভিযান পরিচালিত হয়।
এছাড়া উপজেলার খাদেগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, উপাদী উত্তর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হেলাল বকাউল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল মতিন মেম্বারের ছেলে ছাত্রলীগ নেতা সবুজ প্রধানসহ আরো কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর জেলায় দায়িত্বরত মেজর মোয়াজ্জেম হোসেন, মতলব দক্ষিণ থানার অফিসার্স ইনচার্জ সালেহ আহমেদসহ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
অভিযানের বিষয়ে ওসি সালেহ আহমেদ বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদের বাড়িতে অভিযান পরিচালিত হয়। তবে এতে কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান।

০৯ অক্টোবর, ২০২৪।