মতলবে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা


চিকিৎসা সেবায় মতলব দক্ষিণ উপজেলা কমপ্লেক্সের সুনাম দেশজুড়ে……………….অ্যাড. মো. নুরুল আমিন রুহুল এমপি

মাহ্ফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন, জনবল কম হলেও চিকিৎসা সেবায় মতলব দক্ষিণ উপজেলা কমপ্লেক্সের সুনাম রয়েছে দেশজুড়ে। এই হাসপাতালের ডাক্তাররা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় চিকিৎসা সেবার মান বৃদ্ধি পাচ্ছে। বিনা খরচে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন রোগীরা যেসব সুযোগ-সুবিধা পায় তা টাকার বিনিময়ে প্রাইভেট হাসপাতালগুলোতে পাওয়া যাবে না। পরিসংখ্যানে গত ১ বছরে উপজেলা পর্যায়ে এ হাসপাতালে যে পরিমাণ সিজারিয়ান অপারেশন হয়েছে চাঁদপুর জেলাসহ দেশের কোন উপজেলায় হাসপাতালগুলোতে তা হয়নি। এতে দরিদ্র ও হতদরিদ্র রোগীদের সেবার মাধ্যমে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার সুনাম বৃদ্ধি পেয়েছে। এ সুনাম যেন অক্ষুণ থাকে সে ব্যাপারে চিকিৎসা কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। হাসপাতালে চিকিসকসহ জনবল সংকটের বিষয়টি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। এছাড়া হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়ে ব্যবস্থাগ্রহণ করা হবে।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে এক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান মিথেনের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন, মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. এনামুল হক। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাফল্যের বিভিন্ন দিক প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। এসময় সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

০৮ অক্টোবর, ২০১৯।