মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের নতুন বাজারে আগুন লেগে সোহেল বোডিং স্টোর নামে একটি লেপ-তোষক দোকানের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। মতলব উত্তরের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকান মালিকদের অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সোহেল রানা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উল্লেখিত স্থানের সোহেল বোর্ডিং স্টোরে লেপ তোষকের দোকানে গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে দ্রুত আগুলের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিযন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে মতলব উত্তর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনেকে খবর দিলে তারা দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মতলব উত্তর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ৯টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে ১টি ল্যাপতোষকের দোকানের গোডাউন পুড়ে ছাই হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস কাজ করছে।
ক্ষতিগ্রস্ত সোহেল বোর্ডিং স্টোরের মালিক মো. সোহেল রানা জানান, সকালে আমি দোকানে আসার প্রস্তুতি নিলে খবর পাই আমার লেপতোষকের দোকানের গোডাউনে আগুন লেগেছে। এখানে তুলা ও তুলা ভাঙ্গানোর মেশিনসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই দোকানের উপর ব্র্যাক ব্যাংকে ২৮ লাখ টাকার লোন আছে। এখন আমি লোন পরিশোধ করবো কিভাবে বুঝতে পারতেছি না।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জানান, ঘটনার পরপর উল্লেখিত স্থানে পুলিশের একটি টিম পরিদর্শন করে এসেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।
৩০ অক্টোবর, ২০২৪।