মতলব উত্তর ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান আগামি ১৩ জুলাই বিকাল ৩টায় উপজেলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল এমপির আহ্বানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে আসছেন।
আগামি ১৩ জুলাই ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ছেংগারচর পৌরসভা ও সব ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামী পরিবারের সব নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ করেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
জনসভা সফল ও স্বার্থক করার লক্ষ্যে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বিভিন্ন ইউনিয়নে প্রস্তুতি সভা করছেন।
১০ জুলাই, ২০১৯।