মতলব উত্তর ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ১৩ জুলাই জনসভা মঞ্চ পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্যাহ মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মো. শাহ জাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাজা আহমদ, সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ আল মাহমুদ টিটু মোল্লা, পৌর যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ, ছাত্রলীগ নেতা মুকুল খান, কাওছার মিয়াজি, জামান খানসহ নেতৃবৃন্দ।
আগামি ১৩ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আওয়ামী পরিবারের সবার সহযোগিতা কামনা করেন এমএ কুদ্দুস।
১১ জুলাই, ২০১৯।