মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের হস্তক্ষেপে মরিয়ম আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ছোট কিনারচক গ্রামে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় সচেতন মহলের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, বৃহস্পতিবার উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ছোট কিনারচক গ্রামের কবির তালুকদারের নাবালিকা কন্যা মরিয়ম আক্তারের বিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার দ্রুত মরিয়ম আক্তারের বাড়িতে ছুটে যান। মরিয়ম আক্তার উপজেলার হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে লেখাপড়া করছে। পরে তার অভিভাবক ও এলাকাবাসীর সাথে কথা বলে তাৎক্ষনিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেন।
এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, মাত্র ১৫ বছর বয়সে স্কুল ছাত্রী মরিয়ম আক্তারের বিবাহের কথা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার অভিভাবকদের সাথে কথা বলে এই বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। মরিয়ম আক্তারের অভিভাবকরা ১৮ বছরের আগে তার বিয়ে দিবে না বলে অঙ্গীকার করেছেন।
- Home
- প্রথম পাতা
- মতলব উত্তরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ