মতলব উত্তরে ইলশেপাড়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা

মানুষের তথ্য চাহিদা পূরণে ভূমিকা রাখছে ইলশেপাড়……মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

মতলব উত্তর ব্যুরো
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলায় দৈনিক ইলশেপাড়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দেখতে দেখতে ইলশেপাড় ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করল। এ শুভ মুহূর্তে সম্পাদক ও প্রকাশকসহ ইলশেপাড় পরিবারের সব কর্মী এবং ইলশেপাড়ের সব পাঠককে শুভেচ্ছা জানাই। প্রতিষ্ঠার পর থেকেই ইলশেপাড় চাঁদপুরের প্রতিদিন সাধারণ মানুষের তথ্য চাহিদা পূরণে যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়।

তিনি আরো বলেন, চাঁদপুরের ব্র্যান্ডিং রূপালী ইলিশের নামে ইলশেপাড় পত্রিকা মিডিয়া অঙ্গনে চাঁদপুরকে সমৃদ্ধ করেছে। পত্রিকাটির মাধ্যমে জেলার সব সম্ভাবনা জনগণ তথা সরকারের নজরে আনার জন্য পত্রিকার সাথে সংশ্লিষ্টদের আরো সক্রিয় হতে হবে। সাংবাদিকদের দেশ ও জাতির কল্যাণে কাজ করে নতুন নতুন তথ্য বের করে এনে আমাদের দেশকে আরো এগিয়ে নেয়ার কাজে এগিয়ে আসতে হবে। দেশ ও সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে ইলশেপাড় একটা বিশেষ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, সাংবাদিকরা হচ্ছে সরকারের সহায়ক শক্তি। কারণ সাংবাদিকদের একটি ভালো সংবাদ দেশের মানুষকে অসম্ভব সম্ভাবনার পথে এগিয়ে নিতে বিশাল ভূমিকা রাখতে পারে। সমাজ রাষ্ট্র গড়ার কাজে, সে শিক্ষক কিংবা রাজনৈতিক কাজ করছেন তাঁকে নিয়ে যদি আপনার সংবাদ প্রকাশ করেন তাহলে সেই ব্যক্তির ভালো কার্যক্রমের গতি আরোও বেড়ে যাবে। ফলে সমগ্র জাতি উপকৃত হবে। ভালো সংবাদ বা সম্ভ্যবনার পেছনে বা পথে হাঁটলে সবাই উপকৃত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরে ইলশেপাড়। ইলশেপাড় মতলব উত্তর তথা চাঁদপুরের আয়না। ইলশেপাড় পড়লে চাঁদপুর সম্পর্কে অনেক কিছু জানা যায়।

দৈনিক ইলশেপাড়ের সহ-সম্পাদক মো. মনির হোসেনের সভাপতিত্বে এবং মতলব উত্তর ব্যুরো ইনচার্জ মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. নাসির উদ্দিন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন শাহিনা আক্তার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইলশেপাড়ের ম্যানেজার কাম স্টাফ রিপোর্টার মো. আবরার হোসাইনসহ মতলব উত্তর উপজেলায় কর্মরত টেলিভিশন, জাতীয়, স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা। এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দৈনিক ইলশেপাড় পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

১ জুলাই, ২০১৯।