মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মোহনপুর পাঁচানী গ্রামে ৮শ’ শীতার্তের মাঝে ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। গত শুক্রবার সকালে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ উলপক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইসিএবি’র সাবেক প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংকের পরিচালক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ভিপি মো. নুরুল হোসাইন, পিও জাকির হোসেন পাঠান, অফিসার মহসিন উদ্দিন, খাইরুল বাদশা, আবদুল কাদের, জিসান আহমেদ। এসময় উপস্থিত ছিলেন হাজি শাহাবুদ্দিন ভূঁইয়া, মো. ছানাউল্লাহ, ইউপি সদস্য মাহফুজ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে একই স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এসিটেন্ট জেনারেল ম্যানেজার ফৌজ এলাহী।
প্রধান অতিথ সাইফুল ইসলাম বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ না থাকার কারণে অসহায় মানুষের দুর্ভোগ বাড়ছে। গরিব ও দুঃস্থ মানুষের সাহয্যে সামর্থবানদের অবশ্যই এগিয়ে আসা উচিত। কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সব মানুষ তাদের অধিকার ভোগ করতে পারতো। প্রচ- শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব।