মতলব উত্তরে ইয়াবাসহ আটক যুবক

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ মুরশেদুল আলম ভূঁইয়ার নেত্বত্বে এসআই ফিরোজ মাদক বিরোধী অভিযান পরিচালানা করে গত সোমবার রাত সাড়ে ৮টায় ছেংগারচর পৌরসভার সামনে থেকে মেহেদী হাসান চৌধুরী প্রকাশ নাহিদ (২৬) কে আটক করে ৩০ পিস ইয়াবাসহ।
আটক মেহেদী হাসান চৌধুরী প্রকাশ নাহিদ মোহনপুর গ্রামের মো. ইকবাল হোসেন চৌধুরীর ছেলে। তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার আটক মেহেদী হাসান চৌধুরী প্রকাশ নাহিদকে আদালতে প্রেরণ করা হয়।