মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই কামাল উদ্দিন, এএসআই সুজন বড়–য়া এবং এএসআই মো. জাকির হোসেন যৌথ ভাবে ইয়াবা ব্যাবসায়ী মো. ইলিয়াস মিয়া (৩২) কে ৩৮ পিস ইয়াবাসহ আটক করে। গত বুধবার রাতে বালুরচর মাথাভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. ইলিয়াস মিয়া উপজেলার বালুরচর মাথাভাঙ্গা গ্রামের ইউসুফ আলী প্রধানের ছেলে। তার বিরুদ্ধে মতলব উত্তর থানার মামলা নং ৭, তাং ২৩.১১.২০১৭ইং, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিল ৯ (ক) ২৫ দায়ের করা হয়। গত বৃহস্পতিবার সকালে আটক ইলিয়াছ মিয়াকে আদালতে প্রেরণ করা হয়।
মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক কামাল বলেন, ইয়াবা ব্যবসায়ীদের হয় ইয়াবা ছাড়তে হবে, না হয় এলাকা ছাড়তে হবে। জঙ্গিরা যেমন মানুষ হত্যা করে ইয়াবাও তিলে তিলে মানুষ হত্যা করে। ইয়াবা ব্যবসায়ীরা যতো বড়ই ক্ষমতাধর, প্রভাবশালী ও গডফাদার হোক তাদের তথ্য দিন। পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে।