মতলব উত্তরে এতিমখানার ছাদ ধসে অর্ধশত ছাত্র আহত


মতলব উত্তর ব্যরো
মতলব উত্তর ফরাজীকান্দি আল আমিন এতিমখানার ছাদ ধসে অর্ধ শতাধিক ছাত্র আহত হয়েছে। গতকাল শনিবার রাত ১০টায় মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্স আল-আমিন এতিমখানার ৩ তলা বিল্ডিংয়ের ২য় তলার ছাদ ধসে এ ঘটনা ঘটে।
আহতদের নতুন বাজারে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত যারা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে। পরে সেখান থেকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় আহতদের। রাতে গুরুতর আহতদের চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে চাঁদপুর থেকে দমকলকর্মী, উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
এদিকে খবর পেয়ে রাত প্রায় ১২টায় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ঘটনাস্থলে ছুটে যান। তিনি মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ছাত্রদের খোঁজ-খবর নেন এবং গুরুতর আহতদের চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।
জানা যায়, ফরাজীকান্দি আল আমিন এতিমখানার ছাত্ররা আসন্ন বিজয় দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের লক্ষ্যে নিজেদের মধ্যে সভা করছিলো। এসময় হঠাৎ ৩ তলা বিশিষ্ট ভবনের ২য় তলার পশ্চিম অংশের বারান্দার ছাদের অংশ ধসে পড়ে।
এতে অন্তত অর্ধশতাধিক ছাত্র আহত হয়। আহতদের উপজেলার বিভিন্ন কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এই মাদ্রাসায় প্রায় আড়াইশ’ ছাত্র রয়েছে বলে জানা যায়।

২৪ নভেম্বর, ২০১৯।