মতলব উত্তরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০০ কেজি চাল জব্দ

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০০ কেজি চাল ও শতাধিক চালের খালি বস্তা জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) উপজেলার জহিরাবাদ ইউনিয়নের পাঁচানী গ্রামের বাসিন্দা মজিদ মিয়াজীর ছেলে ডিলার খবির মিয়াজী ভাই কবির মিয়াজীর বসতঘর থেকে চালগুলো জব্দ করা হয়।
জহিরাবাদ ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার খবির মিয়াজী তালিকাভুক্ত হতদরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করে আসছিল। ডিলার খবির মিয়াজী জহিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম তদারকি কর্মকর্তা। তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির উদ্বোধন করেছি। ডিলার খবির মিয়াজী জানিয়েছেন, চাল সব তালিকাভুক্ত সদস্যদের মাঝে বিক্রি সম্পন্ন হয়েছে।
মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান ৬ বস্তা চাল ও খালি বস্তা জব্দ করেন।
ডিলার খবির মিয়াজীর বক্তব্য নিতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী বলেন, দলীয়ভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

২৯ মার্চ, ২০২৫।