মতলব উত্তর ব্যুরো
সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় মতলব উত্তরে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। উপজেলা কনফারেন্স হলে উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
জেলা সমবায় কর্মকর্তা আবদুল মোমেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ।
ফরাজীকান্দি ও মোহনপুর ইউনিয়নের ৫০ জন নারী সদস্যকে প্রতিজনকে ১ লাখ টাকা করে ৫০ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া প্রতিজনকে ১ প্যাকেট ঘাসের বীজ প্রদান করা হয়। গাভীর ক্রয়ের পর লালন পালনের জন্য প্রতিজনকে আরো ২০ হাজার টাকা করে প্রদান হবে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেছেন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে তিনটি দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেয়া হয়। সমন্বিত উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি। সমন্বিত উন্নয়ন তত্ত্বের মূল দর্শন হচ্ছে পরিবার ও সামাজিক উন্নয়নের চাবিকাঠি হলো নারী উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন তত্ত্বের মূল বক্তব্য হলো যে বিষয়গুলো নারীর অধস্তনতা সৃষ্টি করে সে বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করে তুলতে হবে। নারীর ক্ষমতায়নের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতার উৎস ও কাঠামোর পরিবর্তন, নারীর সুপ্ত প্রতিভা এবং সম্ভাবনার পূর্ণ বিকাশের সুযোগ, তার ওপর প্রভাব বিস্তারকারী সিদ্ধান্তসমূহে অংশ নিয়ে নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা।
