মতলব উত্তরে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা

মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভায় বক্তব্য রাখেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি। -ইল্শেপাড়

প্রতিটি নাগরিকের তথ্য অধিকার আইন জানা প্রয়োজন
……………… তথ্য কমিশনার সুরাইয়া বেগম

মনিরুল ইসলাম মনির
প্রতিটি নাগরিকের তথ্য অধিকার আইন সম্পর্কে জানা প্রয়োজন উল্লেখ করে তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি বলেছেন, নাগরিকদের ওপর প্রয়োগ করতে দেশে ১১০০ আইন রয়েছে। এর মধ্যে মানুষ শুধুমাত্র তথ্য অধিকার আইনের প্রয়োগ করে। গতকাল সোমবার মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
এ সময় তথ্য কমিশনার সুরাইয়া বেগম বলেন, প্রযুক্তির সাহায্যে চাঁদপুরের মানুষ চাঁদের মতো আলোকিত হবে প্রত্যাশা করছি। বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তি দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। তথ্য অধিকার আইনে আমাদেরকে বাধ্যতামূলক তথ্য প্রদান করতে হবে। শুধুমাত্র রাষ্ট্রের ক্ষতি হবে বা সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হবে এমন তথ্য ছাড়া। এই আইনের দ্বারা জনগণকে ক্ষমতা দেয়া হয়েছে। নির্দিষ্ট ফরমে আবেদন করার ক্ষেত্রে জনগণ সব তথ্য পাবেন। সেক্ষেত্রে ২০ কর্মদিবসের মধ্যে তথ্য পাবেন। যেদিন প্রতিটি নাগরিক তথ্য অধিকার আইন প্রয়োগ করতে পারবে। সেদিন তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে। তখন এ তথ্য অধিকার আইন প্রতিষ্ঠা সফল হবে। এ সময় তিনি তথ্য অধিকার আইন সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তথ্য কমিশনার সুরাইয়া বেগম বলেন, আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে সারা বিশ্বের দরবারে। আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে। কারণ তিনি চেয়েছিলেন বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য। একটি সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার জন্য। আজ তাঁর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এ তথ্য প্রযুক্তির বিভিন্নভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি গ্রাম-গঞ্জসহ এখন সর্বস্থানে তথ্য প্রযুক্তির সেবা পাচ্ছে বাংলার জনগণ। তাই আসুন আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় দেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। সেজন্য দরকার আমাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা। যদি আমরা দুর্নীতিমুক্ত হই তাহলেই এদেশ উন্নত বাংলাদেশ হিসেবে আগামিতে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, সিনিয়র সহকারী সচিব হেদায়েত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।