মতলব উত্তরে নানা রঙে সাজিয়ে প্রস্তুত মোহনপুর পর্যটন

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরে বিনোদন ও পর্যটনকেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে খুলছে আজ। সবকিছু প্রস্তুত, ঢেলে সাজানো হয়েছে। অপেক্ষা শুধু ১৯ আগস্ট (বৃহস্পতিবার)। দীর্ঘদিন যাবৎ মোহনপুর পর্যটন লি. ও ষাটনল পর্যটন কেন্দ্রসহ সকল পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার প্রজ্ঞাপন জারি করে বন্ধ ঘোষণা করা হয়েছিল। যার ফলে পর্যটন শিল্পে অর্থনৈতিকভাবে বড়ধরনের ধাক্কা লাগেছে। এদিকে পর্যটন প্রেমিরা ঘরের চার দেওয়ালের মধ্যে থেকে হাঁপিয়ে উঠেছে। সংক্রমণ কিছুটা স্বাভাবিক হলে সরকার বিরাজমান পরিস্থিতি বিবেচনায় এনে শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিত সব কিছুই খোলার অনুমিত দিয়েছে। তবে সবকিছু হবে স্বাস্থ্যবিধি মেনে।
গত ১২ আগস্ট (বৃহস্পতিবার) মন্ত্রিপরিষদ বিভাগ হতে একটি প্রজ্ঞাপন জারি করে সেখানে বলা হয়েছে, সরকারি সকল নিয়ম-নীতি স্বাস্থ্যবিধি, মেনে বিনোদনকেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০শতাংশ ব্যবহার করে ১৯ আগস্ট চালু করতে পারবে। সরকারের এ ঘোষণার পর হতেই শুরু হয়েছে বন্ধ বিনোদন কেন্দ্র গুলো সাজানে কাজ। মতলব উত্তরের মোহনপুর পর্যটন লি. পর্যটন কেন্দ্র ঘুরে দেখা যায়, তাদের নিজস্ব বিনোদন কেন্দ্রগুলো, পর্যটন আকর্শন করতে রঙ লাগাচ্ছে, ধোয়ামোছা করছে, জমেথাকা আগাছা কাটছে, নতুনভাবে কেনাকাটাসহ বিভিন্ন কিছুই করে রেখেছে।
সব কিছুই ঠিকঠাক (প্রস্তুত), অপেক্ষা শুধু বৃহস্পতিবারের জন্য। মোহনপুর পর্যটন লি. এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, দীর্ঘদিন যাবৎ মরনঘাতি করোনা ভাইরাস সংক্রমণের ফলে আমাদের বিনোদন কেন্দ্র বা পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় আমরা বা আমাদের কর্মচারীরা বেকার হয়ে পরেছি। সরকার সবকিছুই পাশাপাশি বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়ার অনুমিত দেওয়ায় আমরা আবার নতুনভাবে সবকিছু ঠিকঠাক করে প্রস্তুত রেখেছি। তবে সরকারি সকল নিয়ম নীতি ও স্বাস্থ্যবিধি মেনে বিনোদন কেন্দ্রগুলো খোলা রাখবো জানানো হয়।
মোহনপুর পর্যটন লি. এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান বলেন, ১৯ আগস্ট থেকে সরকারের ঘোষনা অনুযায়ী মোহনপুর পর্যটন খুলে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হবে। আপনারা দেশবাসী এখানে আসবেন, পরিবার পরিজন নিয়ে বিনোদন করবেন।
পর্যটনের বিবরণ তুলে ধরে তিনি বলেন, এখানে রয়েছে মিঠা পানির বীচ যা পৃথিবীর কোথাও নেই। রয়েছে উন্নত মানের দ্যা-শীপ-ইন্ নামের রেস্টুরেন্ট। আরো রয়েছে উন্নতমানের কটেজ ও রিসোর্ট। শিশুদের জন্য রয়েছে থিম পার্ক। শিশুরা এখানে আসলেই আনন্দিত হয়। শিশুরা এখানে আসলেই আনন্দিত হয়। রয়েছে সৌন্দর্য্য বর্ধনের মনোরম বাগাম ও লাভ গেইট, রয়েছে উন্নতমানের কফি শপ এবং মার্কেট। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো শক্তিশালী সিকিউরিটি গার্ড ব্যবস্থা। পুরো পর্যটন এলাকা জুড়ে রয়েছে হাই সিকিউরিটি ব্যবস্থা ও সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষক নিরাপত্তা। তিনি সবাইকে মোহনপুর পর্যটনে আসার জন্য স্বাগত জানান।
১৯ আগস্ট, ২০২১।