মনিরুল ইসলাম মনির
আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সব ধর্মের মানুষ আজ স্বাধীনভাবে আনন্দমুখর পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারছে। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। এদেশের প্রতিটি মানুষ তাদের যার-যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছে। জামায়াত-বিএনপি ক্ষমতায় আসলে এদেশের সব ধর্মের মানুষ বিভিন্ন নির্যাতনের শিকার হয়। গতকাল রোববার মতলব উত্তরে শারদীয় দুর্গা পূজায় বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল। গতকাল রোববার বিকাল ৫টা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা পূজা সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নিয়ে বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেন।
নুরুল আমিন রুহুল আরো বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। আর সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সবার। সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধা, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা বোরহান উদ্দিন ডালিম, ইঞ্জি. জামাল হোসেন নাহিদসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
০৭ অক্টোবর, ২০১৯।