মতলব উত্তর ব্যুরো
রমজান ও ঈদুল ফিতরে যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিবহন মালিক শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। গতকাল সোমবার দুপুরে থানার ডেলিভারী সেন্টারে মতবিনিময় সভায় ওসি মো. মিজানুর রহমান বলেন, রমজান ও ঈদুল ফিতরে যাত্রী সেবা নিশ্চিত করতে হবে। যাত্রীদের কোন ভাবেই হয়রানি করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। রাস্তায় কোন প্রকার চাঁদাবাজি বরদাশত করা হবে।
তিনি বলেন, ইতোমধ্যে মতলব উত্তর উপজেলার সব পরিবহন স্ট্যান্ড চাঁদা আদায় বন্ধ করা হয়েছে। ঈদকে সামনে রেখে যেন কেউ চাঁদা আদায় না করে সেদিকে সবাইকে নজর রাখতে হবে।
ওসি মো. মিজানুর রহমান বলেন, পরিবহন শ্রমিকদের মাদক সেবন ও বিক্রি থেকে বিরত থাকতে হবে। কোন যাত্রীকে সন্দেহ হলে পুলিশকে খবর দিয়ে সহযোগিতা করবে। পরিবহন সেক্টরকে মাদক ও চাঁদা থেকে দূরে রাখতে সবার সহযোগিতা চান তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র বোরহান উদ্দিন প্রধান, কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, যুবলীগ নেতা ওমর খান, আবুল কাশেম ফরাজী, পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

