প্রতিবন্ধীদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে
…………..ইউএনও শারমিন আক্তার
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার বৃহস্পতিবার সকালে প্রতিবন্ধী মুহসেনা আকতারকে সেলাই মেশিন চালানোর মাধ্যমে স্বাবলম্বী করে চলার জন্য আর্থিক সহায়তা করেছেন।
এ সময় তিনি বলেন, বর্তমান যুগ মেধা ও কোয়ালিটির যুগ। বর্তমান সরকারের ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রতিবন্ধীদের সমাজে একীভূতকরণ ও তাদের অধিকার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আরো সহানুভূতিশীল ও মানবিক হয়ে স্ব-স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রতিবন্ধীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সবাই আন্তরিক হতে হবে।
মুহসেনা সুলতানাবাদ ইউনিয়নের বলাইরকান্দি গ্রামের কামরুল হাসান খোকনের মেয়ে। সে মতলব ডিগ্রি কলেজে বিএসএস ১ম বর্ষে অধ্যয়নরত।
২২ জুলাই, ২০১৯।